WITS Computer
A Quality Computer Center
শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক
কদবেল খেতে দেওয়ার কথা বলে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আনারুল ইসলামকে(৩০) নামের এক যুবক। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্ষা করে। এ ঘটনায় পুলিশ ধর্ষণের চেষ্টাকারী আনারুলকে (৩০)আটক করেছে। (click skip add)
Click Here for details
Click Here for details
ইন্টারনেটে ধীর গতি থাকবে তিন দিন
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’ সোমবার রাত ১২টা ১৯ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ২৪-২৬ অক্টোবর এই তিন দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসটিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এরই মধ্যে ইন্টারনেটে প্রভাব পড়তে শুরু করেছে। তবে কিছু আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ভালো করায় এখনও পুরোপুরি সমস্যা হয়নি। তবে এরই মধ্যে আমাদের কাছে গ্রাহকদের অভিযোগ আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ইন্টারনেটে গতি খুব কম পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছে।’
প্রসঙ্গত, সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখন বাংলাদেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে ব্যবহার করা হচ্ছে ২৫০ জিবিপিএস, যা সরবরাহ করছে বিএসসিসিএল। তবে দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস।
জানা গেছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-ইউ-৫) সক্ষমতা ১০০ জিবিপিএস। এতে করে প্রায় ১৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতিতে পড়বে দেশ। এই প্রয়োজন আইটিসির ব্যান্ডউইথ দিয়েও মেটানো সম্ভব হবে না বলে মনে করছেন ইন্টারনেট ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা
Free Wifi Zone
আমরা তো বিভিন্ন জায়গাতে ফ্রি Wifi ব্যবহার করে থাকি , কেমন হবে এবার যদি আপনার নিজের বাসাটাকেই Wifi হটস্পট বানিয়ে ফেলা যায় ?
খুব ভাল হবে তাইনা ? আসুন দেখে নেই কিভাবে আপনি নিজেই Wifi হটস্পট আপনার এরিয়া কে বানিয়ে ফেলতে পারে পারেন ।
ধাপ ০১ : “Start” বাটন এ ক্লিক করুন তারপর “Control Panal” এ যান।
Network Status and Tasks এ ক্লিক করুন তারপর Network Connections এ ক্লিক করুন। “Local Area Netowrk ” এ ডান ক্লিক করে ” Local Area Connection Properties” সিলেক্ট করুন । ” Local Area Connection Properties” দেখতে পাবেন। Internet Protocol Version 4( TCP/IPV4 ) সিলেক্ট করুন তারপর ” Properties” ক্লিক করুন। “Obtain an IP address automatically” এবং ” Obtain DNS Server address automaticall সিলেক্ট করুন তারপর ” OK” ক্লিক করুন এখন আপনার ” Computer” নিজে নিজেই ” IP” নেওয়ার জন্য প্রস্তুত। নিচের চিএ লক্ষ্য করুন।
ধাপ ০২ : ” Antenna” সংযোগ করুন। ইথারনেট ক্যাবলটির এক প্রান্ত ” LAN Port” এর সাথে এবং অপর প্রান্ত কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। পাওয়ার ” Adapter” এর এক প্রান্ত রাউটার পাওয়ার জ্যাক এর সাথে এবং অন্য প্রান্ত বিদ্যুৎ এর সাথে সংযুক্ত করুন।
” IP Address Setupহওয়ার পর ” Startবাটন এ ক্লিক করে, তারপর ” Run” এ ক্লিক করুন এবং ” Cmd” লিখে ” Ok” ক্লিক করলে একটি কালো ” Window Open” হবে। সেখানে “IP Config” লিখে ” Enter” দিতে হবে। তারপর নিচে Default Gateway” তে ” IP Address” টি দেখতে পাবেন,এবং অনুসন্ধান করুন। যদি ” IP” ঠিকানাটি ” Gatedway” তে না দেখা যায়, তাহলে কম্পিউটার এবং রাউটার এর সকল নেটওর্য়াক সংযোগ এর ধাপ গুলো অনুসন্ধান করুন।
ধাপ ৩ : আপনার কম্পিউটার অথবা লেপটপ এর ইন্টারনেট ” Browser” টি খুলুন,এবং” Address” এ ” http:// 192.168.1.1″ লিখে ” Enter” দিন। একটি ” Logging Screen” দেখতে পাবেন। এবার ব্যবহার কারির নাম ও গোপন নম্বর টি লিখুন এবং ” Login” বাটন এ ক্লিক করুন।
ধাপ ৪ : আপনি নিচে ” Web Interface” টি দেখবেন। যদি আপনি ” Web management interface” টি না দেখতে পান, তাহলে ধরেনিতে হবে আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি সঠিক ভাবে ” Input” করেননি। ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি আবার লিখুন। যদি আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটির সম্পর্কে নিশ্চিত থাকেন, তার পর ও Interface টি না দেখতে পান তবে Router টি Reset করুন। ” Next” এ ক্লিক করুন।
ধাপ ৫ : আপনি নিচে ” Web interface” টা দেখবেন। এখন আপনাকে ” WAN” সংযোগ করতে হবে। নিচের উদাহরন অনুযায়ী সংযোগ করুন। আপনি ” BTCL ( ADSL ) or ISP ( Statie/ Dynamic” এর মাধ্যমে সংযোগ দিতে পারেন। “ADSL” এর ক্ষেত্রে ” PPPOE ( ADSL )”লিখুন। এটি লেখার জন্য নিচের উদাহরনটি দেখুন এবং ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি লিখে ” Next” এ ক্লিক করুন।
WAN Connection Type থেকেDHCP Select করুন। এর পর Next ক্লিক করুন।
খুব ভাল হবে তাইনা ? আসুন দেখে নেই কিভাবে আপনি নিজেই Wifi হটস্পট আপনার এরিয়া কে বানিয়ে ফেলতে পারে পারেন ।
ধাপ ০১ : “Start” বাটন এ ক্লিক করুন তারপর “Control Panal” এ যান।
Network Status and Tasks এ ক্লিক করুন তারপর Network Connections এ ক্লিক করুন। “Local Area Netowrk ” এ ডান ক্লিক করে ” Local Area Connection Properties” সিলেক্ট করুন । ” Local Area Connection Properties” দেখতে পাবেন। Internet Protocol Version 4( TCP/IPV4 ) সিলেক্ট করুন তারপর ” Properties” ক্লিক করুন। “Obtain an IP address automatically” এবং ” Obtain DNS Server address automaticall সিলেক্ট করুন তারপর ” OK” ক্লিক করুন এখন আপনার ” Computer” নিজে নিজেই ” IP” নেওয়ার জন্য প্রস্তুত। নিচের চিএ লক্ষ্য করুন।
ধাপ ০২ : ” Antenna” সংযোগ করুন। ইথারনেট ক্যাবলটির এক প্রান্ত ” LAN Port” এর সাথে এবং অপর প্রান্ত কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। পাওয়ার ” Adapter” এর এক প্রান্ত রাউটার পাওয়ার জ্যাক এর সাথে এবং অন্য প্রান্ত বিদ্যুৎ এর সাথে সংযুক্ত করুন।
” IP Address Setupহওয়ার পর ” Startবাটন এ ক্লিক করে, তারপর ” Run” এ ক্লিক করুন এবং ” Cmd” লিখে ” Ok” ক্লিক করলে একটি কালো ” Window Open” হবে। সেখানে “IP Config” লিখে ” Enter” দিতে হবে। তারপর নিচে Default Gateway” তে ” IP Address” টি দেখতে পাবেন,এবং অনুসন্ধান করুন। যদি ” IP” ঠিকানাটি ” Gatedway” তে না দেখা যায়, তাহলে কম্পিউটার এবং রাউটার এর সকল নেটওর্য়াক সংযোগ এর ধাপ গুলো অনুসন্ধান করুন।
ধাপ ৩ : আপনার কম্পিউটার অথবা লেপটপ এর ইন্টারনেট ” Browser” টি খুলুন,এবং” Address” এ ” http:// 192.168.1.1″ লিখে ” Enter” দিন। একটি ” Logging Screen” দেখতে পাবেন। এবার ব্যবহার কারির নাম ও গোপন নম্বর টি লিখুন এবং ” Login” বাটন এ ক্লিক করুন।
ধাপ ৪ : আপনি নিচে ” Web Interface” টি দেখবেন। যদি আপনি ” Web management interface” টি না দেখতে পান, তাহলে ধরেনিতে হবে আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি সঠিক ভাবে ” Input” করেননি। ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি আবার লিখুন। যদি আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটির সম্পর্কে নিশ্চিত থাকেন, তার পর ও Interface টি না দেখতে পান তবে Router টি Reset করুন। ” Next” এ ক্লিক করুন।
ধাপ ৫ : আপনি নিচে ” Web interface” টা দেখবেন। এখন আপনাকে ” WAN” সংযোগ করতে হবে। নিচের উদাহরন অনুযায়ী সংযোগ করুন। আপনি ” BTCL ( ADSL ) or ISP ( Statie/ Dynamic” এর মাধ্যমে সংযোগ দিতে পারেন। “ADSL” এর ক্ষেত্রে ” PPPOE ( ADSL )”লিখুন। এটি লেখার জন্য নিচের উদাহরনটি দেখুন এবং ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটি লিখে ” Next” এ ক্লিক করুন।
WAN Connection Type থেকেDHCP Select করুন। এর পর Next ক্লিক করুন।
Subscribe to:
Posts (Atom)